Ajker Patrika

চুলায় পুড়ছে ভাত, ঘরে গৃহবধূর লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
চুলায় পুড়ছে ভাত, ঘরে গৃহবধূর লাশ

ঘরের সামনে তখনো জ্বলছিল চুলা। ভাত পুড়ে যেতে দেখে ভাড়াটিয়া মীমকে ডাকতে যান বাড়িওয়ালা। বাইরে থেকে বন্ধ করা ঘরের দরজা খুলে ঘরের ভেতর ঢুকতেই দেখা যায় বিছানার ওপর কেউ একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। কম্বল সড়াতেই বেরিয়ে আসে গলায় ওড়না প্যাঁচানো গৃহবধূ মীমের লাশ। পরে পুলিশে খবর দিলে আশুলিয়া থানা-পুলিশ এসে মীমের লাশ উদ্ধার করে নিয়ে যায়। 

আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার জামগড়া জমিদার বাড়ি এলাকায় সাইফুলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

নিহত মীম আক্তার (১৯) সিরাজগঞ্জ সদর থানার রাণী গ্রামের আ. মজিদের মেয়ে। ৯ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছিল বলে জানান নিহতের স্বজনেরা। অভিযুক্ত স্বামী মিলনের গ্রামের বাড়ি একই এলাকার ভাতপিয়ারী গ্রামে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি। 

প্রত্যক্ষদর্শী বাড়িওয়ালার স্ত্রী লিজা বলেন, ‘মীমের স্বামী মিলন আজকে অফিসে যায়নি। সারা দিন ঘর থেকে কোনো শব্দ শোনা যায় নাই। আমি দেখি ঘরের সামনে চুলায় থাকা ভাত পুড়ে যাচ্ছে। পরে মীমকে ডাকি, কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা টোকা দিতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে লাগানো। পরে দরজা খুলে দেখি কেউ শুয়ে আছে। ভাবলাম মীম হয়তো ঘুমিয়ে গেছে। ডাকাডাকির পর না উঠলে পরে কম্বল সড়াতেই দেখি মীমের গলায় ওড়না প্যাঁচানো। ওর মুখ নীল হয়ে গেছে। পরে পুলিশসহ আশপাশের সবাইকে খবর দেই।’ 

খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশবাড়িওয়ালা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের বাসায় প্রায় ১০ বছর ধরে ভাড়া থাকে নিহতের পরিবার। গত ৯ মাস আগে বিয়ের পর স্বামী মিলন সহ এই বাসায় বসবাস শুরু করে মীম। তাদের মধ্যে কোনো ঝামেলা চলছিল কি না আমরা জানি না।’ 

নিহতের বাবা আ. মজিদ একই বাড়িতে পাশের কক্ষে ভাড়া থাকেন। তিনি বলেন, ‘ঘরে ১ লাখ টাকা ছিল সেইটা নিয়েই পালিয়ে গেছে মিলন। আমি ওর ফাঁসি চাই।’ 

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ শেখ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিছুদিন আগে মীমের বাবার কাছে যৌতুক চেয়েছিল মিলন। সেই জের ধরেই পারিবারিক কলহ চলে আসছিল বলে জানিয়েছে মীমের বাবা। এ কারণেই হয়তো মীমকে হত্যা করে পালিয়ে গেছে মিলন। বাকিটা তদন্তে জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক স্বামীকে খুঁজতে অভিযান অব্যাহত আছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত