নিহতদের পরিবারে কান্না: হেলিকপ্টার দেখছিলেন মা, আদর হারাল শিশু সুয়াইবা
মূল সড়ক থেকে আধা কিলোমিটার ভেতরে গৃহবধূ সুমাইয়া আক্তারদের বাসা। ছয়তলা বাড়ির বারান্দায় দাঁড়িয়েও সড়কে কী চলছিল তা দেখার উপায় নেই। মহাসড়কে আন্দোলন দমাতে যখন আকাশে হেলিকপ্টার উড়ছিল, তখন তা দেখতে আশপাশের বাড়ির ছাদ, বারান্দায় ছিল সাধারণ মানুষের উৎসুক দৃষ্টি।