Ajker Patrika

পেরেকে জর্জরিত গাছ

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩: ১১
পেরেকে জর্জরিত গাছ

পীরগাছায় জীবন্ত গাছের গায়ে পেরেক মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞাপন। বিশেষ করে রাস্তার ধারের গাছগুলোতে ছোটবড় সাইনবোর্ড লাগিয়ে প্রচার করা হচ্ছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের। এতে করে গাছের জীবনীশক্তি দুর্বল হয়ে যায় বলে মনে করছেন পরিবেশবিদরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, রাস্তার পাশের গাছে গাছে টাঙানো হয়েছে নানা আকৃতির সাইনবোর্ড। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রাইভেট পড়ানো, কোচিং সেন্টার ও প্রশিক্ষণকেন্দ্রে ভর্তির বিজ্ঞপ্তি আর হারবাল চিকিৎসাসহ নানা ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ঢেকে আছে গাছগুলো। সেই সঙ্গে ঝুলছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিসহ ব্যানার, বিলবোর্ড ও সাইনবোর্ড।

এসব সাইনবোর্ড টাঙাতে বড় বড় পেরেক ও নাইলনের রশি ব্যবহার করা হয়েছে। ফলে বাড়ন্ত গাছগুলো এসবের চাপে পড়ে থমকে দাঁড়িয়েছে।

পেরেক ঠুকে সাইনবোর্ড লাগানো গাছের জন্য ক্ষতিকর বলে জানান পীরগাছা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. মশিয়ার রহমান। তিনি বলেন, পেরেক বসানোয় গাছ থেকে রস নির্গত হওয়ার ফলে গাছের মারাত্মক ক্ষতি হয়।

সামাজিক আন্দোলন মানবতার সেবায় আমরার পরিচালক প্রভাষক রফিকুল হাসান বলেন, ‘গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু। কিছু মানুষ না বুঝে গাছে পেরেক মেরে নিজেদের পরিচয় দিচ্ছে। এ বিষয়ে গণসচেতনতা সৃষ্টি করা দরকার।’

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আলম জানান, গাছের তিনটি কোষের স্তর আছে। গাছের বুকে পেরেক মারার ফলে গাছগুলো কালো আকার ধারণ করে, সরবরাহ কোষ ক্ষতিগ্রস্ত হয়। ফলে মাটি থেকে পানি ও খনিজ লবণ সঠিকভাবে শোষণ করতে পারে না। একসময় গাছটি মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত