ত্রিশালের শতবর্ষী শিমুল গাছের হাতছানি
শিমুল ফুল নিয়ে যুগে যুগে অনেক গল্প, গান ও কবিতা লিখেছেন কবি-সাহিত্যিকেরা। এর সঙ্গে যদি কোনো কল্পকাহিনীর ছোঁয়া লেগে যায়, তবে তা হয়ে ওঠে আরও হৃদয়স্পর্শী। এমনই কল্পকাহিনির ছোঁয়া লাগা শতবর্ষী শিমুল গাছ রয়েছে ত্রিশালে। এটি দেখতে এখন ভিড় বাড়ছে উৎসুক দর্শনার্থীদের।