Ajker Patrika

শত্রুতার বলি ৩ শতক জমির ভুট্টা গাছ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ০৬
শত্রুতার বলি ৩ শতক জমির ভুট্টা গাছ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোহেল মিয়া নামের এক কৃষকের তিন শতক জমির ভুট্টা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের এ ঘটনা ঘটে। সোহেল মিয়া ওই গ্রামের বাসিন্দা। সপ্তাহ খানিকের ব্যবধানে তিন দফায় এমনটা করা হয়েছে বলে অভিযোগ ওই কৃষকের। বিরোধের জেরে শত্রুতা করে কেউ এমনটা করছে বলে ধারণা তাঁর।

সোহেল মিয়া বলেন, ৯ শতক জমিতে তিনি ভুট্টার চাষ করেছেন। ফলন আসতে শুরু হয়েছে। এক সপ্তাহ আগে কে বা কারা খেতের প্রায় দুই শতাংশ জমির ভুট্টা গাছ উপড়ে ফেলে। গত বুধবার রাতেও এমনটা করা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় ৯ শতক জমির প্রায় তিন শতাংশের ভুট্টা গাছ উপড়ে ফেলা হয়েছে। রাতের আঁধারে কে বা কারা এমনটা করছে তা শনাক্ত করা যাচ্ছে না। তবে এতে তাঁর অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোহেল মিয়া বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে। তাই বলে ফসলের এমন ক্ষতি করবে? এটা খুবই কষ্ট লেগেছে। আমার অনেক টাকার ক্ষতি হয়ে গেল। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, ‘এ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত