প্লাস্টিক দিন, গাছ নিন
পথের ধারে বসে বিভিন্ন ধরনের ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিক্রি করছেন শিক্ষার্থীরা। তবে এই চারা কিনতে হলে টাকা নয়, দিতে হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক! বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্যাম্পাসের বাইরের অনেকেই আসছেন পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে।