Ajker Patrika

প্লাস্টিক দিন, গাছ নিন

রুবায়েত হোসেন, খুবি 
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ১৮
প্লাস্টিক দিন, গাছ নিন

পথের ধারে বসে বিভিন্ন ধরনের ফলদ, বনজ, ঔষধি গাছের চারা বিক্রি করছেন শিক্ষার্থীরা। তবে এই চারা কিনতে হলে টাকা নয়, দিতে হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক! বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ক্যাম্পাসের বাইরের অনেকেই আসছেন পরিত্যক্ত প্লাস্টিক নিয়ে। নির্দিষ্ট পরিমাণ প্লাস্টিক দিয়ে নিয়ে যাচ্ছেন পছন্দের গাছের চারা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হাদী চত্বরে দেখা গেছে এমন দৃশ্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানো ও বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ক্লাব এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল। ২০ ও ২১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই উদ্যোগে প্রায় ৩০০ গাছের চারা বিতরণ করে ক্লাবটি। বিভিন্ন জাতের চারার মধ্যে ছিল ক্যাকটাস, গোলাপ, অ্যালোভেরা, বেলি, পাতাবাহার, কৃষ্ণচূড়া, লাল কাঁকড়া, পলাশ, আমলকী, পেয়ারা, এরিকাপাম, লেবু, আতা, বকুল, তেঁতুল, অর্জুন, শ্বেতকাঞ্চন, লাকি ব্যাম্বু, শিউলি, লিপস্টিক গাছ ও সোনালু।

আয়োজক ফউটে ক্লাবের সদস্যরা জানান, তাঁদের এই কর্মসূচি সবাইকে গাছ লাগাতে উৎসাহী করবে। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহারে সবাই সচেতন হবে। যেখানে-সেখানে কেউ আর প্লাস্টিক ফেলে রাখবে না বলে আশা করেন তাঁরা। এতে একদিকে যেমন পরিবেশদূষণ কমবে, অন্যদিকে বৃক্ষরোপণের পরিমাণও বাড়বে। ক্লাবটি পরিবেশ ও বনায়ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে থাকে।সংগঠনের সভাপতি ওয়ালিদ হোসেন জানান, প্লাস্টিকের বিনিময়ে গাছ দেওয়া অনুষ্ঠানটি করতে পারায় তাঁরা অনেক আনন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত