কালা মানিক কিনলে কাঞ্চন ফ্রি
আলী আজম তালুকদার আরও বলেন, ‘কালা মানিকের সঙ্গে প্রায় ২০-২৫ কেজি ওজনের একটি কালো রঙের ছাগল ‘কাঞ্চন’ ফ্রি দেব। কালা মানিক বিক্রির আগে ক্রেতার আন্তরিকতা ও মনুষ্যত্ব দেখব। তাঁর উদ্দেশ্য যদি সৎ হয়, ভালো মানুষ হন, তা হলেই তাঁর কাছে বিক্রি করব।’