Ajker Patrika

ব্রাহ্মণপাড়ায় গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৪, ১০: ৩৩
ব্রাহ্মণপাড়ায় গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি বন্ধে অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অবৈধভাবে গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি বন্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে গবাদি পশুর ওষুধ বিক্রির দুই দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার টাটেরা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজমাল হাসান ও থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। 

ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে অবৈধভাবে গরু মোটাতাজাকরণ ওষুধ বিক্রি বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে উপজেলার টাটেরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

কোন দোকানে গরু মোটা-তাজাকরণের অবৈধ ইনজেকশন বা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে এমন তথ্য জানা থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা সহকারী কমিশনারকে (ভূমি) জানাতে অনুরোধ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত