ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কার নাগরিককে মেরে পুড়িয়ে দিল জনতা
গণপিটুনি শুরুর আগের ফুটেজে দেখা যাচ্ছে, কারখানার ছাদে ওই ব্যক্তিকে রক্ষার চেষ্টা করছেন তাঁর এক সহকর্মী। তিনি তখন সহকর্মীর পা জাপটে ধরে ছিলেন। একপর্যায়ে কারখানার শ্রমিকেরা তাঁকে ছিনিয়ে নিয়ে টেনেহিঁচড়ে নিচে নামায়। ওই সময় জনতাকে স্লোগান দিতে শোনা যায়, ‘আজ সে আর পালাতে পারবে না’।