Ajker Patrika

বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭: ২১
বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুর সদর উপজেলায় মাদ্রাসাপড়ুয়া ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুর রাজ্জাক স্থানীয় ভাটিপাড়া সরকার বাড়ির মৃত মামুন সরকারের ছেলে। 

এদিকে এ ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। একইদিন দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে বিকেলে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষিতা ওই শিশুর মা শেরপুরে মানুষের বাসাবাড়িতে কাজ করেন। আর বাবা রাজধানী ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা চালান। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই শিশু মাদ্রাসায় যাচ্ছিল। পথে তাকে রাস্তায় একা পেয়ে জুস কিনে দেওয়ার কথা বলে পাশের ধান খেতে নিয়ে যায় রাজ্জাক। পরে সেখানে ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে পাশের মসজিদ ও আশপাশ থেকে লোকজন এগিয়ে যায় এবং রাজ্জাককে আটক করে। পরে উত্তেজিত জনতা ধর্ষককে পিটুনি দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয়। 

স্থানীয়রা জানায়, ইতিপূর্বে রাজ্জাক তার নিকট আত্মীয়র দুই মেয়েকে ধর্ষণ করলে স্থানীয়ভাবে রফা হয়। পরে সে স্থানীয় একটি ছেলেকে বলাৎকার করলে সেই মামলায় প্রায় তিন বছর জেল খাটে রাজ্জাক। 

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত