লুক্সেমবার্গে ফ্রি গণপরিবহন চালুর তিন বছর, সমগ্র ইউরোপ কি হাঁটবে একই পথে
লুক্সেমবার্গ সম্প্রতি বিনা মূল্যে গণপরিবহনসেবা চালুর তিন বছর উদ্যাপন করেছে। দেশটির নাগরিকদের কাছে এটি এক দুর্দান্ত সাফল্য। কার্বন নির্গমন হ্রাসে লুক্সেমবার্গের এই নীতি কি সমগ্র ইউরোপে ছড়াতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, বাস, ট্রাম এবং ট্রেন বিনা মূল্যে করা সমস্যা সমাধানের ‘জাদুর কাঠি’ হতে পারে না।