মুশফিক-শান্তয় ছুটছে বাংলাদেশ, শেষ দিনের রোমাঞ্চে গল টেস্ট
তৃতীয় দিনও ব্যাটিংয়ের স্বর্গ, ম্যাচের ফল নিয়ে নিশ্চয়তা দিতে পারছিলেন না বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইটও। আজ চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির পর বদলে গেল দৃশ্যপট। গলের ফ্ল্যাট উইকেট হঠাৎ যেন ব্যাটারদের জম হয়ে উঠল। শেষ দুই সেশনে উইকেট পড়ল ৭টি। আবহাওয়া উইকেট একই রকম থাকলে কাল রোমাঞ্চকর একটি দিনই হতে চলে