চাচা-ভাতিজির দ্বন্দ্বে কপাল পুড়ল কৃষকের, কচুখেতে বিষপ্রয়োগের অভিযোগ
ঝিনাইদহের কোটচাঁদপুরে শাহজামাল খান নামের এক কৃষকের দেড় বিঘা জমির ইরি কচু বিষপ্রয়োগে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। শাহজামালের অভিযোগ, চাচা বাবু খানের সঙ্গে বিরোধের জেরে তামিমা তৈয়ব্যা খান নামের এক নারী তাঁর জমির ফসল নষ্ট করেছেন। এ ঘটনায় আজ সোমবার থানায় জিডি করেছেন তিনি।