কঠিন চীবর দানে হাজারো পুণ্যার্থী
পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিহারে কঠিন চীবর দানোৎস উদ্যাপিত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নানা কর্মসূচি গতকাল শুক্রবার সম্পন্ন হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলেন পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, চীবর দান, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানা রকম দান করা হয়।