সুইমিংপুলে মহিষের পাল, ২৫ হাজার পাউন্ড মাশুল গুনল বিমা কোম্পানি
মহিষের পালের পানিতে ডোবাডুবির অভ্যাস আছে। পুকুর, নদী, পাহাড়ি ছড়ায় নাকটা ভাসিয়ে গোসল করতে দেখা যায় এদের অনেক সময়ই। তাই বলে নিশ্চয় আশা করবেন না এরা সুইমিং পুলে নেমে পড়েছে। কিন্তু এটাই ঘটেছে ইংল্যান্ডের এসেক্সের এক সুইমিং পুলে।