নমুনা ভাইভা: মুক্তিযুদ্ধের একটি গান গেয়ে শোনান তো!
মো. জিয়াউল হাসান সৌরভ: বেল বাজার পর অনুমতি নিয়ে প্রবেশ করলাম, সালাম দিলাম। বসার অনুমতি নিয়ে বসে ধন্যবাদ দিলাম।
চেয়ারম্যান: আপনি মো. জিয়াউল হাসান সৌরভ। বাসা রাঙামাটি, পড়াশোনা করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। পাশেই তো আপনার বিশ্ববিদ্যালয়?
মো. জিয়াউল হাসান সৌরভ: জি স্যার।