একজন কর্মীর যেই ৫টি বিষয় জানা উচিত
কেবল নামীদামি প্রতিষ্ঠানে কাজ করলেই হবে না, প্রতিষ্ঠানটি আপনার প্রতিভা ও দক্ষতার সঙ্গে মানানসই কি না, সেটাও মিলিয়ে দেখতে হবে। বাঁধাধরা চাকরির সঙ্গে অনেকেই মানিয়ে চলতে পারেন না। ফলে দক্ষতা থাকা সত্ত্বেও অনেকেই তা কাজে লাগান না।