পাঠকবন্ধুর সাংস্কৃতিক স্পন্দনে মুখর ঢাকা কলেজ
পরীক্ষার শেষে ক্লান্ত মুখগুলো হঠাৎ যেন আলোয় জ্বলে উঠল। ঢাকা কলেজের সবুজ ক্যাম্পাসে দুপুরের রোদ গায়ে মেখে একঝাঁক তরুণ জড়ো হয়েছে, কিন্তু বই নিয়ে নয়—আজ তারা এসেছে গান, হাসি আর আনন্দে ডুবে যেতে। আয়োজনটি ছিল পাঠকবন্ধু ঢাকা কলেজ শাখার।