পাঠকবন্ধু ডেস্ক
পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা ২০ সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। বছরজুড়ে সারা দেশের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা হিসেবে সনদ ও বই তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।
স্বীকৃতি পাওয়া বন্ধুরা হলেন মো. সৈয়দুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন (এআইইউবি), তানিয়া আক্তার (গ্রিন ইউনিভার্সিটি), মোতালেব হোসাইন (যবিপ্রবি), তাকি বিন মহসিন (স্টেট ইউনিভার্সিটি), নাজমুল ইসলাম (পাবিপ্রবি), আয়েশা সিদ্দিকা (মাদারীপুর), মিনহাজুর রহমান (তিতুমীর কলেজ), নাবিলা রহমান চৈতী (ইডেন কলেজ), তারানা তানজিন মিতু (পোর্ট সিটি ইউনিভার্সিটি), জীবন কুমার সরকার ও শ্রেয়া ঘোষ (আন্তর্জাতিক কমিটি), মো. রুবাইয়াত ইসলাম (হাবিপ্রবি), রাহমান জিকু (চট্টগ্রাম কলেজ), রাকিবুল ইসলাম কবি (গাংনী উপজেলা), সাইফুল ইসলাম আকাশ (ভোলা), তানজিল কাজী (ডিআইইউ), মিনহাজ মাহিম (ইসলামী বিশ্ববিদ্যালয়), রাদিয়া শানজান ইশমা (কুমুদিনী কলেজ) এবং অলি আহাদ রাজন (এইউবি)।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া সংগঠকদের কথায় উঠে আসে সংগ্রাম, আত্মত্যাগ এবং পাঠকবন্ধুর সঙ্গে গড়ে ওঠা এক আত্মিক সম্পর্কের গল্প। তিতুমীর কলেজের মিনহাজুর রহমান বলেন, ‘একজন ভালো সংগঠকের পথ সহজ নয়। অনেক প্রতিকূলতা মোকাবিলা করে আজকের এই অর্জন। পাঠকবন্ধুর সেরা ২০-এ থাকতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
চট্টগ্রাম কলেজের রাহমান জিকু বলেন, ‘ভবিষ্যতে বৈষম্যহীন সমাজ গঠনে পাঠকবন্ধু সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি।’ ইডেন মহিলা কলেজের নাবিলা রহমান চৈতী বলেন, ‘সংগঠন পরিচালনা একটি শিল্প, যেখানে কৌশল, নেতৃত্ব ও সহানুভূতির মিশেল থাকে।’
গাংনী উপজেলার পাঠকবন্ধু রাকিবুল ইসলাম কবি বলেন, ‘শিক্ষাবিষয়ক কর্মশালা থেকে শুরু করে মাদকবিরোধী প্রচারণা ও দুর্যোগে সহায়তা—সব ক্ষেত্রে পাঠকবন্ধু প্রশংসনীয় ভূমিকা রেখেছে।’
চীন থেকে পাঠকবন্ধুর আন্তর্জাতিক শাখার সদস্যসচিব জীবন কুমার সরকার তাঁর অনুভূতি জানিয়ে বলেন, ‘বিদেশে থেকেও দেশের জন্য কিছু করার ইচ্ছা পূরণ করেছে পাঠকবন্ধু। এটি আমার ছাত্রজীবনের সেরা অর্জন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সম্মাননা শুধু পুরস্কার নয়, বরং আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের পথে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকল।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোতালেব হোসাইন বলেন, ‘শুরু থেকেই পাঠকবন্ধু তার কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় ক্ষুদ্র একজন সংগঠক হিসেবে নিজেকে যুক্ত রাখতে পারাটা আমার জন্য গর্বের। এই পথচলায় একের পর এক ছোট ছোট প্রয়াসে গড়ে উঠেছে বড় স্বপ্ন।’
পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা ২০ সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। বছরজুড়ে সারা দেশের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা হিসেবে সনদ ও বই তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।
স্বীকৃতি পাওয়া বন্ধুরা হলেন মো. সৈয়দুর রহমান (ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন (এআইইউবি), তানিয়া আক্তার (গ্রিন ইউনিভার্সিটি), মোতালেব হোসাইন (যবিপ্রবি), তাকি বিন মহসিন (স্টেট ইউনিভার্সিটি), নাজমুল ইসলাম (পাবিপ্রবি), আয়েশা সিদ্দিকা (মাদারীপুর), মিনহাজুর রহমান (তিতুমীর কলেজ), নাবিলা রহমান চৈতী (ইডেন কলেজ), তারানা তানজিন মিতু (পোর্ট সিটি ইউনিভার্সিটি), জীবন কুমার সরকার ও শ্রেয়া ঘোষ (আন্তর্জাতিক কমিটি), মো. রুবাইয়াত ইসলাম (হাবিপ্রবি), রাহমান জিকু (চট্টগ্রাম কলেজ), রাকিবুল ইসলাম কবি (গাংনী উপজেলা), সাইফুল ইসলাম আকাশ (ভোলা), তানজিল কাজী (ডিআইইউ), মিনহাজ মাহিম (ইসলামী বিশ্ববিদ্যালয়), রাদিয়া শানজান ইশমা (কুমুদিনী কলেজ) এবং অলি আহাদ রাজন (এইউবি)।
অনুষ্ঠানে সম্মাননা পাওয়া সংগঠকদের কথায় উঠে আসে সংগ্রাম, আত্মত্যাগ এবং পাঠকবন্ধুর সঙ্গে গড়ে ওঠা এক আত্মিক সম্পর্কের গল্প। তিতুমীর কলেজের মিনহাজুর রহমান বলেন, ‘একজন ভালো সংগঠকের পথ সহজ নয়। অনেক প্রতিকূলতা মোকাবিলা করে আজকের এই অর্জন। পাঠকবন্ধুর সেরা ২০-এ থাকতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’
চট্টগ্রাম কলেজের রাহমান জিকু বলেন, ‘ভবিষ্যতে বৈষম্যহীন সমাজ গঠনে পাঠকবন্ধু সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই কামনা করি।’ ইডেন মহিলা কলেজের নাবিলা রহমান চৈতী বলেন, ‘সংগঠন পরিচালনা একটি শিল্প, যেখানে কৌশল, নেতৃত্ব ও সহানুভূতির মিশেল থাকে।’
গাংনী উপজেলার পাঠকবন্ধু রাকিবুল ইসলাম কবি বলেন, ‘শিক্ষাবিষয়ক কর্মশালা থেকে শুরু করে মাদকবিরোধী প্রচারণা ও দুর্যোগে সহায়তা—সব ক্ষেত্রে পাঠকবন্ধু প্রশংসনীয় ভূমিকা রেখেছে।’
চীন থেকে পাঠকবন্ধুর আন্তর্জাতিক শাখার সদস্যসচিব জীবন কুমার সরকার তাঁর অনুভূতি জানিয়ে বলেন, ‘বিদেশে থেকেও দেশের জন্য কিছু করার ইচ্ছা পূরণ করেছে পাঠকবন্ধু। এটি আমার ছাত্রজীবনের সেরা অর্জন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই সম্মাননা শুধু পুরস্কার নয়, বরং আমাদের ভবিষ্যৎ নেতৃত্বের পথে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকল।’
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোতালেব হোসাইন বলেন, ‘শুরু থেকেই পাঠকবন্ধু তার কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় ক্ষুদ্র একজন সংগঠক হিসেবে নিজেকে যুক্ত রাখতে পারাটা আমার জন্য গর্বের। এই পথচলায় একের পর এক ছোট ছোট প্রয়াসে গড়ে উঠেছে বড় স্বপ্ন।’
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসেবে নতুন শিক্ষাক্রম বিস্তরণ (ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম) স্কিম নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরে এই স্কিম সংশোধন করে মাউশি বাস্তবায়নের উদ্যোগ নিলেও বাস্তবে
২ ঘণ্টা আগেএসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগে