বুদ্ধিমত্তা ও হৃদয়বেত্তার প্রতীক
অনেক বছর পর স্টকহোমের এই আন্তর্জাতিক পুরস্কারটি আরও একবার জার্মান মননকে দেওয়া হচ্ছে, বিশেষভাবে বললে বলা যায়, জার্মান গদ্যকে দেওয়া হচ্ছে। আমাদের রক্তাক্ত এবং প্রায়ই ভুল বোঝা দেশটি যেভাবে বিশ্বের সমবেদনা কুড়িয়েছে, তাকে বুঝে ওঠা সহজ নয়।