Ajker Patrika

বুদ্ধিমত্তা ও হৃদয়বেত্তার প্রতীক

সম্পাদকীয়
বুদ্ধিমত্তা ও হৃদয়বেত্তার প্রতীক

অনেক বছর পর স্টকহোমের এই আন্তর্জাতিক পুরস্কারটি আরও একবার জার্মান মননকে দেওয়া হচ্ছে, বিশেষভাবে বললে বলা যায়, জার্মান গদ্যকে দেওয়া হচ্ছে। আমাদের রক্তাক্ত এবং প্রায়ই ভুল বোঝা দেশটি যেভাবে বিশ্বের সমবেদনা কুড়িয়েছে, তাকে বুঝে ওঠা সহজ নয়।

এ ক্ষেত্রে সমবেদনা শব্দটির অর্থ একটু বিশ্লেষণ করে দেওয়া ভালো। গত ১৫ বছরে জার্মান বুদ্ধিজীবী ও শিল্পীরা যে কাজ করেছেন, তা তাঁরা করেছেন শরীর এবং মনের পক্ষে প্রতিকূল পরিস্থিতিতে। তবে কোনো কাজই হয়তো স্বস্তিদায়ক নিরাপত্তার ঘেরাটোপে চালিয়ে যাওয়া সম্ভব হয় না। শিল্প-সাহিত্যের নিয়তিই হলো নিরস্তর ও গভীর সমস্যাসংকুল, অনটন, উথালপাতালের মধ্য দিয়ে যাওয়া।

একাডেমি থেকে যে কর্তারা প্রথম আমার কাছে আসেন, তাঁদের আমি জানিয়েছিলাম, উত্তরের স্ক্যানডিনেভিয়ান অঞ্চল থেকে আসা এই সম্মানে আমি কত দূর পর্যন্ত অভিভূত ও আনন্দিত। সেই শৈশব থেকে এই অঞ্চলের যাপন ও চর্যার সঙ্গে বহু সাদৃশ্যের কারণে আমি সংযুক্ত। একজন লেখক হিসেবেও উত্তরের কাজের প্রতি সাহিত্যিক সহানুভূতি এবং সম্মান রয়েছে।

অনেক অল্প বয়সে ‘টোনিও ক্রুগার’ নামে একটি গল্প লিখেছিলাম, যা আজও বাচ্চারা পছন্দ করে। সেটা ছিল, এক ব্যক্তির মধ্যে ইউরোপের উত্তর ও দক্ষিণের মিশ্রণ। একই সঙ্গে খুব কার্যকরী কিন্তু ঝামেলাদায়ক সেই মিশ্রণ। সেই গল্পে দক্ষিণ প্রতিনিধিত্ব করেছে বুদ্ধিমত্তা, শিল্পের প্রতি ঠান্ডা মস্তিষ্কপ্রসূত আবেগে। অন্য দিকে উত্তর ছিল হৃদয়বেত্তার প্রতীক হয়ে। ছিল গভীরভাবে চালিয়ে যাওয়া আবেগ, অনুভূতি এবং মানবিকতার মুখ হয়ে।

সেই উত্তর, হৃদয়ের বাসাবাড়ি, আজ আমাকে এই দুরন্ত উদ্‌যাপনের মধ্য দিয়ে দুই হাতে জড়িয়ে ধরল। আজকের দিনটা আমার জীবনে গভীর অর্থবহ এবং সুন্দর তো বটেই। যেন এক আনন্দময় ছুটির দিন।

 একটি শেষ অনুরোধ, এই নোবেল ফাউন্ডেশনকে অভিনন্দন জানিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এই ফাউন্ডেশন গোটা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারীও। আজকের এই দুরন্ত সন্ধ্যাটি উপহার দেওয়ার জন্যও তাকে ধন্যবাদ। 

জার্মান লেখক টমাস মান ১৯২৯ সালে নোবেল পুরস্কার পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

গ্যাসের চুলা থেকে ছড়ায় বেনজিন, ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি: গবেষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত