হেমন্তের শিউলি কুড়ানো শিশুরা
শরৎ শেষে আগমন ঘটেছে হেমন্তের। প্রকৃতি হালকা কুয়াশার চাদর বিছাতে শুরু করেছে। এদিকে হেমন্তের সকালে শিউলি কুড়ানোর ব্যস্ততা শুরু হয়েছে শিশুদের। রাতে ফোটা শিউলি ফুল ঝরে পড়ে সকালে, সেই ঝরা শিউলি কুড়িয়ে মনের আনন্দে মালা গেঁথে চলে তারা। বাড়ির সামনে মেঠো পথের ধারে রঙিন পাটি বিছিয়ে কেউ আবার ফুলগুলো নিয়ে খেলা