স্থায়ী জায়গার অভাবে বিলুপ্তির পথে কুয়াকাটার শুঁটকি পল্লী
শুঁটকি উৎপাদনের জন্য স্থায়ী জায়গা না থাকা ও আধুনিকতার ছোঁয়া না লাগায় ক্রমশ সংকুচিত হচ্ছে জেলার শুঁটকি পল্লীগুলো। মৌসুমের শুরুতেই এসব এলাকার বিভিন্ন স্পটে লইট্টা, ফাইসা, ছুড়ি, পোমা, রুপচাঁদা, ইলিশসহ বিভিন্ন প্রজাতির চিংড়ির শুটকি তৈরি করেন স্থানীয় ব্যবসায়ীরা...