পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত হন পর্যটকেরা। ২০২২ সালকে স্বাগত জানাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আর এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকেরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতেছেন সাগরকন্যা কুয়াকাটায়।
আজ শুক্রবার একদিকে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিভিন্ন হোটেল-মোটেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।
প্রতিবছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্রসৈকত। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে থাকে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও ভিড় রয়েছে কুয়াকাটায়। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌভ্রমণ।
গাজীপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা শান্তা বলেন, ‘পরিবার, বন্ধুবান্ধব নিয়ে কুয়াকাটায় আসলাম। বছরের শেষ সূর্যাস্ত দেখছি। বেশ আনন্দ করছে বাচ্চারা। অনেক ভালো লাগছে।’
মাদারীপুর থেকে আসা রাতুল বলেন, ‘২০২১ সালের সূর্যাস্ত ও ২২ সালের সূর্যোদয় কুয়াকাটায় দেখতে আমরা আজকে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাটাও সন্তোষজনক। আরও দুদিন কুয়াকাটায় থাকব।’
থার্টি ফার্স্ট উপলক্ষে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন কুয়াকাটায় না হলেও প্রথম শ্রেণির হোটেলগুলো তাদের নিজস্ব অতিথিদের জন্য রেখেছে কিছু অভ্যন্তরীণ আয়োজন, আর সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
হোটেল ওশান ভিউর ব্যবস্থাপক আল-আমিন বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে আমাদের হোটেলের পর্যটকদের জন্য বিভিন্ন আয়োজন রেখেছি। কিছু রুম অগ্রিম বুকিং হয়েছিল। আজকে বাকিগুলো বুকিং হয়েছে। আপাতত কোনো রুম খালি নেই।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। এরই মধ্যে বেশির ভাগ হোটেল-মোটেল বুকিং রয়েছে। ডিসেম্বর মাসজুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম হচ্ছে। ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করছেন।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসেম্বর জুড়ে পর্যটকদের চাপ থাকে। তাই সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে, যাতে পর্যটকেরা কোনো হয়রানির শিকার না হন।’
সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটা। এখানে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে বিমোহিত হন পর্যটকেরা। ২০২২ সালকে স্বাগত জানাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। আর এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকেরা পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতেছেন সাগরকন্যা কুয়াকাটায়।
আজ শুক্রবার একদিকে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে বিভিন্ন হোটেল-মোটেল আয়োজন করেছে নানা অনুষ্ঠানের।
প্রতিবছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্রসৈকত। ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানে থাকে উপচে পড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকেরা ছুটে আসেন এখানে। এর ধারাবাহিকতায় এবারও ভিড় রয়েছে কুয়াকাটায়। এবার আগত পর্যটকদের বিনোদনে যুক্ত হয়েছে প্রায় পাঁচ হাজার একর আয়তন নিয়ে বঙ্গোপসাগরের অথই জলে জেগে ওঠা চর বিজয় এবং সুন্দরবনে নৌভ্রমণ।
গাজীপুর থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা শান্তা বলেন, ‘পরিবার, বন্ধুবান্ধব নিয়ে কুয়াকাটায় আসলাম। বছরের শেষ সূর্যাস্ত দেখছি। বেশ আনন্দ করছে বাচ্চারা। অনেক ভালো লাগছে।’
মাদারীপুর থেকে আসা রাতুল বলেন, ‘২০২১ সালের সূর্যাস্ত ও ২২ সালের সূর্যোদয় কুয়াকাটায় দেখতে আমরা আজকে এসেছি। এই জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটাও অনেক ভালো। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থাটাও সন্তোষজনক। আরও দুদিন কুয়াকাটায় থাকব।’
থার্টি ফার্স্ট উপলক্ষে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন কুয়াকাটায় না হলেও প্রথম শ্রেণির হোটেলগুলো তাদের নিজস্ব অতিথিদের জন্য রেখেছে কিছু অভ্যন্তরীণ আয়োজন, আর সার্বক্ষণিক নিরাপত্তার জন্য তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
হোটেল ওশান ভিউর ব্যবস্থাপক আল-আমিন বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে আমাদের হোটেলের পর্যটকদের জন্য বিভিন্ন আয়োজন রেখেছি। কিছু রুম অগ্রিম বুকিং হয়েছিল। আজকে বাকিগুলো বুকিং হয়েছে। আপাতত কোনো রুম খালি নেই।’
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘থার্টি ফার্স্ট উপলক্ষে কুয়াকাটায় অনেক পর্যটক এসেছেন। এরই মধ্যে বেশির ভাগ হোটেল-মোটেল বুকিং রয়েছে। ডিসেম্বর মাসজুড়ে হাজার হাজার পর্যটকের সমাগম হচ্ছে। ব্যবসায়ীরা করোনার ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করছেন।’
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক আজকের পত্রিকাকে বলেন, ‘ডিসেম্বর জুড়ে পর্যটকদের চাপ থাকে। তাই সার্বিকভাবে আমরা তৎপর রয়েছি। আমাদের গোয়েন্দা সংস্থাও কাজ করছে, যাতে পর্যটকেরা কোনো হয়রানির শিকার না হন।’
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে