বজ্রের শব্দে পালাল আতঙ্কিত কুকুর, পাওয়া গেল ২০ মাইল দূরে
বজ্রপাত এবং বজ্রঝড় ভয়ের জন্ম দেয় অনেকের মনেই। এতে হতাহতের ঘটনা যেমন ঘটে, তেমনি বিকট শব্দ পিলে চমকে দেয়। আর এটি শুধু যে মানুষের বেলায় প্রযোজ্য তা নয়। আয়ারল্যান্ডের একটি কুকুরের কথাই ধরুন না, বাজের শব্দে ভয় পেয়ে পালিয়ে যে বাড়িতে থাকত সেখান থেকে অন্তত ২০ মাইল দূরে চলে যায় সে।