Ajker Patrika

চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪০ 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৪: ৫২
চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪০ 

কুড়িগ্রামের চিলমারীতে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত হয়েছেন। গত সোম ও মঙ্গলবার দুই দিনে এ ঘটনা ঘটে। 

আহতের বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা সুমাইয়া সাবরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আহত বিজু মিয়া (১২), মাহমুদা বেগম (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল মিয়া (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা বেগম (৩০), সিফাত (২), আফরিনা খাতুন (৫), সাজিদসহ (৮) ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  

উপজেলার থানাহাট, রমনা মডেল ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ের ঘটনা ঘটে। থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমান জিয়া বলেন, সোমবার সন্ধ্যার পর বালাবাড়ীহাট এলাকার দিক থেকে আসা একটি পাগলা কুকুর পথে যাকে পায় তাকেই কামড় দেয়। 

একই ইউনিয়নের বালাবাড়ী হাট এলাকার জয়নাল হক, আমিনুল ইসলাম আজাদুল ইসলামসহ অনেকে বলেন, হঠাৎ করে পাগলা কুকুরের সংখ্যা বাড়ছে। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। 

উলিপুর উপজেলার বতবপুর ইউনিয়ন থেকে আসা কুকুরের কামড়ে আহত হোসাইন মিয়া বলেন, সোমবার সন্ধ্যার দিকে আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে থানাহাট ইউনিয়নের মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ একটি কুকুর কামড় দেয়। হাসপাতালে গেলে প্রতিষেধক না থাকায় পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দেয় চিকিৎসক। বাইরে থেকে কিনতে হয়েছে। এখন যে অবস্থা হাসপাতালে প্রতিষেধক থাকা দরকার। 

চিকিৎসক সুমাইয়া সাবরিন বলেন, সোমবার সন্ধ্যার পর থেকে কুকুরের কামড়ে আহত বিভিন্ন বয়সের ৪০ জন রোগী হাসপাতালে এসেছিল। পর্যাপ্ত প্রতিষেধক (ভ্যাকসিন) না থাকায় আমরা ২৩ জনকে ভ্যাকসিন দিতে পেরেছি। বাকিদের প্রথম ডোজ বাইরে থেকে কিনতে বলা হয়েছে। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নঈম উদ্দিন বলেন, কুকুরটি ধরতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে জানানো হয়েছে। কুকুরের খোঁজ পাওয়ামাত্র প্রশাসনকে জানানোর জন্য স্থানীয়দের বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত