‘মুরুব্বি উঁহু’ বলায় কিশোরীর গায়ে গরম পানি ঢেলে দিলেন নারী
দেশে ভাইরাল ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’ মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যম বা বাস্তবিক জীবনে, পোস্টে বা কমেন্ট বক্সে হরহামেশাই দেখা মিলে। তবে প্রতিবেশী এক বৃদ্ধকে মজার ছলে বলতে গিয়ে বিপাকে পড়েছে ১৩ বছরের এক কিশোরী। রাগের বশে পাতিলের গরম পানি ঢেলে দিয়েছেন ওই বৃদ্ধের ছোট ভাইয়ের বউ। এতে পুড়ে গেছে কিশোরী