লবলঙ্গ নদের বুকে রাস্তা
গাজীপুরের শ্রীপুরে লবলঙ্গ নদ জবরদখল এবং ভরাট করে চলছে রাস্তার নির্মাণকাজ। ডেকো গার্মেন্টস নামের একটি শিল্পপ্রতিষ্ঠান এ কাজ করছে। রাতদিন চলছে রাস্তা নির্মাণের কর্মযজ্ঞ। বড় বড় ডাম্প ট্রাকে বালু এনে ভরাট করা হচ্ছে লবলঙ্গ। কারখানা কর্তৃপক্ষের দাবি, জমি ক্রয় করে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এদিকে নদের অধিকা