জি-২০ সম্মেলনের ঢেউয়ে চড়ে নির্বাচনী বৈতরণি পার হতে চায় মোদির দল
সি-ভোটার পরিচালিত ‘মুড অব দ্য নেশন’—শীর্ষক জরিপের ফলাফল বলছে, ৪৭ শতাংশ ভারতীয় মনে করেন ভারত জি-২০ এর সম্মেলনের প্রেসিডেন্ট হওয়া বিশ্ব দরবারে দেশের অবস্থান দৃঢ় ও উন্নত হয়েছে। পাশাপাশি ৭৩ শতাংশ ভারতীয় মনে করেন, বিজেপি ২০২৪ সালের নির্বাচনী বৈতরণি পার হতে সেতু হিসেবে এটিকে ব্যবহার করবে