অলিখিত ফাইনালে জিতবে কে, বাংলাদেশ নাকি উইন্ডিজ
সিরিজের দুই ম্যাচ শেষ, তবু আলোচনায় মিরপুরের কালো উইকেট। আইসিসির ম্যাচ অফিশিয়ালরা মিরপুরের পিচ নিয়ে কী রিপোর্ট করেন, সেটা হবে দেখার বিষয়। যে উইকেটে টার্ন আছে, আছে অসমান বাউন্স, কখনো বল আসে ধীরে, কখনো ভিন্ন গতিতে। এখানে দুই ম্যাচ খেলার পর দুই দলের কাছেই এটা পরিষ্কার—অলিখিত ফাইনাল হয়ে যাওয়া...