হাত চলে না, মুখে বলে এসএসসি পরীক্ষা
অন্য শিশুদের মতো সুস্থ সবল হয়ে বেড়ে ওঠেন জাকারিয়া (১৮)। খেলাধুলা, দৌড়ঝাঁপ ও সাইকেল নিয়ে মাতিয়ে বেড়িয়েছেন এ-গ্রাম থেকে ও-গ্রাম। কিন্তু সেই জাকারিয়া এখন বিরল রোগে আক্রান্ত। চলে না এখন তাঁর দুই হাত। শক্তি কমে গেছে পায়েও।