Ajker Patrika

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭ম মেধা তালিকা থেকে ভর্তি শুরু

খুবি প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৫: ০০
খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭ম মেধা তালিকা থেকে ভর্তি শুরু

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সপ্তম মেধা তালিকার ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিট ও স্কুল অনুযায়ী সপ্তম মেধা তালিকাসহ বিস্তারিত উল্লেখ রয়েছে। 

ষষ্ঠ ধাপের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৭৮৯ জন। শূন্য আসন পূরণে সপ্তম পর্যায়ের (আন্তবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে, যা ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পাসের মূল মার্কশিট আগামী ১০ ও ১১ জানুয়ারি (প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস এ তথ্য জানিয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, ইতিমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীরা আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তাঁর পছন্দমতো অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে পারবে। সে ক্ষেত্রে আগের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির জন্য বিবেচিত হবে না। সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে তা অবশ্যই ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। 

কাজী মাসুদুল আলম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলেও মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে। জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তির দরকার হবে না। 

ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে ku.ac.bd/undergraduate ও gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত