খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সপ্তম মেধা তালিকার ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিট ও স্কুল অনুযায়ী সপ্তম মেধা তালিকাসহ বিস্তারিত উল্লেখ রয়েছে।
ষষ্ঠ ধাপের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৭৮৯ জন। শূন্য আসন পূরণে সপ্তম পর্যায়ের (আন্তবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে, যা ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পাসের মূল মার্কশিট আগামী ১০ ও ১১ জানুয়ারি (প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, ইতিমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীরা আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তাঁর পছন্দমতো অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে পারবে। সে ক্ষেত্রে আগের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির জন্য বিবেচিত হবে না। সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে তা অবশ্যই ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে।
কাজী মাসুদুল আলম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলেও মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে। জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তির দরকার হবে না।
ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে ku.ac.bd/undergraduate ও gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সপ্তম মেধা তালিকার ভিত্তিতে প্রথম বর্ষে স্নাতক সম্মান ও স্নাতক শ্রেণিতে ভর্তি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইউনিট ও স্কুল অনুযায়ী সপ্তম মেধা তালিকাসহ বিস্তারিত উল্লেখ রয়েছে।
ষষ্ঠ ধাপের ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছেন ৭৮৯ জন। শূন্য আসন পূরণে সপ্তম পর্যায়ের (আন্তবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনসহ) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে, যা ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে সম্পন্ন করতে হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সপ্তম মেধা তালিকায় স্থান পাওয়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পাসের মূল মার্কশিট আগামী ১০ ও ১১ জানুয়ারি (প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের শিক্ষক ক্লাবে এই ভর্তির কাগজপত্র জমা নেওয়া হবে। মূল মার্কশিট দুটি আবেদনকারীর নাম ও জিএসটি রোল নম্বর লেখা একটি এ ফোর সাইজের খামে করে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম বলেন, ইতিমধ্যে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীরা আবেদনকারী একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকা অবস্থায় অন্য এক বা একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত হলে তাঁর পছন্দমতো অন্য বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে পারবে। সে ক্ষেত্রে আগের বিশ্ববিদ্যালয়ে আর ভর্তির জন্য বিবেচিত হবে না। সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ করতে চাইলে তা অবশ্যই ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে।
কাজী মাসুদুল আলম আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন সম্পন্ন করলেও মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা আছে সেখানেই থাকবে। জিএসটিভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তির দরকার হবে না।
ভর্তি পদ্ধতিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে ku.ac.bd/undergraduate ও gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে