এরদোয়ানকে ‘অপমান’, নারী সাংবাদিক গ্রেপ্তার
সেদেফ বলেন, ‘মুকুট পরলে মানুষ জ্ঞানী হয়, কিন্তু আমরা দেখছি তা আসলে সত্য না’। এরদোয়ানের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হিসেবে টানা ২০ বছর ক্ষমতায় থাকাকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, ‘গবাদিপশু রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয় না, কিন্তু তখন রাজপ্রাসাদকে তার কাছে গোয়ালঘর মনে হয়’।