Ajker Patrika

এরদোয়ানকে ‘অপমান’, নারী সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২২: ৪০
এরদোয়ানকে ‘অপমান’, নারী সাংবাদিক গ্রেপ্তার

এক টিভি সাক্ষাৎকারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘অপমান’ করায় এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সেদেফ কাবাস নামের ওই সাংবাদিককে রোববার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 

গত শুক্রবার দেশটির বিরোধীদের মুখপাত্র বলে পরিচিত টেলিভিশন চ্যানেল ‘টেলি ওয়ান’-এ দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। 

তুর্কি প্রেসিডেন্টের নাম সরাসরি উল্লেখ না করে ওই সাংবাদিক জনপ্রিয় কিছু তুর্কি বাগধারা ব্যবহার করেন। সেদেফ বলেন, ‘মুকুট পরলে মানুষ জ্ঞানী হয়, কিন্তু আমরা দেখছি তা আসলে সত্য না’। এরদোয়ানের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী হিসেবে টানা ২০ বছর ক্ষমতায় থাকাকে ইঙ্গিত করে তিনি এই কথা বলেন। 
তিনি আরও বলেন, ‘গবাদিপশু রাজপ্রাসাদে প্রবেশ করলেই সে রাজা হয় না, কিন্তু তখন রাজপ্রাসাদকে তার কাছে গোয়ালঘর মনে হয়’। 

গ্রেপ্তারের পর শনিবার সকালে প্রথমে তাকে স্থানীয় পুলিশ স্টেশনে নেওয়া হয় এবং সেখান থেকে তাকে ইস্তাম্বুলের একটি আদালতে নেওয়া হয়। 

এদিকে, কাবাসের আইনজীবী উগুর পয়রাজ তাঁর টুইটার পেইজে লিখেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে, এই বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত