মমেক হাসপাতালে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। মৃতদের মধ্যে ময়মনসিংহের দুজন, ও নেত্রকোনার দুজন। মৃতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। সোমবার সকাল ৮ থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাঁদের মৃত্যু হয় বলে হাসপাতাল থেকে জানানো হয়।