মরণব্যাধি ক্যানসার শনাক্তে নতুন এক পরীক্ষা চালু করতে যাচ্ছে ব্রিটেন। গতকাল সোমবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ পরীক্ষার ট্রায়াল শুরু করেছে। গ্রেইলের ‘গ্যালেরি রক্ত পরীক্ষা’ নামক এ প্রক্রিয়ায় উপসর্গ দেখা যাওয়ার আগেই শনাক্ত করা যাবে ৫০ ধরনের ক্যানসার। এটিই হতে যাচ্ছে এ-সংক্রান্ত পর্যবেক্ষণের সবচেয়ে বড় ট্রায়াল। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
এতে একজন ব্যক্তির রক্তের ডিএনএ পর্যবেক্ষণ করে দেখা হবে ক্যানসার আক্রান্ত হওয়া কোনো কোষ থেকে উপাদান এসেছে কি না। এর ফলে কোনো কোষ ক্যানসার আক্রান্ত হওয়ার আগেই জানা যাবে। এতে করে প্রতিবছর এ মরণব্যাধিতে মৃত্যু কমানো সম্ভব হবে।
এনএইচএস বলছে, তারা সারা দেশ থেকে ১ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আসতে চায়। এদের দৈবচয়ন পদ্ধতিতে বেছে নেওয়া হবে। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক পিটার সাসিয়েনি বলেন, ‘ক্যানসার আক্রান্ত অনেকেই প্রথমে জানতে পারেন না। যখন জানা যায়, তখন অনেক দেরি হয়ে যায়। শেষ ধাপে এসে এ ব্যাপারে জানতে পারেন। আমরা চাচ্ছি গ্যালেরি পরীক্ষাটা ভালোভাবে চালাতে। এতে করে যদি আগেই ক্যানসার শনাক্ত করা যায়, তাহলে অনেকে বেঁচে যাবেন।’
স্বেচ্ছাসেবক হিসেবে যাঁদের নেওয়া হবে, তাঁদের বয়স ৫০-৭৭ বছরের মধ্যে হতে হবে। আগামী ১২ মাস চলবে নমুনা সংগ্রহের কাজ। এনএইচএসের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড জানান, এ পদ্ধতির মাধ্যমে ৭৫ শতাংশ ক্যানসার আগেই শনাক্ত করা যাবে।
মরণব্যাধি ক্যানসার শনাক্তে নতুন এক পরীক্ষা চালু করতে যাচ্ছে ব্রিটেন। গতকাল সোমবার দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এ পরীক্ষার ট্রায়াল শুরু করেছে। গ্রেইলের ‘গ্যালেরি রক্ত পরীক্ষা’ নামক এ প্রক্রিয়ায় উপসর্গ দেখা যাওয়ার আগেই শনাক্ত করা যাবে ৫০ ধরনের ক্যানসার। এটিই হতে যাচ্ছে এ-সংক্রান্ত পর্যবেক্ষণের সবচেয়ে বড় ট্রায়াল। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে এ প্রক্রিয়া শুরু হয়েছে।
এতে একজন ব্যক্তির রক্তের ডিএনএ পর্যবেক্ষণ করে দেখা হবে ক্যানসার আক্রান্ত হওয়া কোনো কোষ থেকে উপাদান এসেছে কি না। এর ফলে কোনো কোষ ক্যানসার আক্রান্ত হওয়ার আগেই জানা যাবে। এতে করে প্রতিবছর এ মরণব্যাধিতে মৃত্যু কমানো সম্ভব হবে।
এনএইচএস বলছে, তারা সারা দেশ থেকে ১ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবীকে এ কার্যক্রমের আওতায় নিয়ে আসতে চায়। এদের দৈবচয়ন পদ্ধতিতে বেছে নেওয়া হবে। লন্ডনের কিংস কলেজের অধ্যাপক পিটার সাসিয়েনি বলেন, ‘ক্যানসার আক্রান্ত অনেকেই প্রথমে জানতে পারেন না। যখন জানা যায়, তখন অনেক দেরি হয়ে যায়। শেষ ধাপে এসে এ ব্যাপারে জানতে পারেন। আমরা চাচ্ছি গ্যালেরি পরীক্ষাটা ভালোভাবে চালাতে। এতে করে যদি আগেই ক্যানসার শনাক্ত করা যায়, তাহলে অনেকে বেঁচে যাবেন।’
স্বেচ্ছাসেবক হিসেবে যাঁদের নেওয়া হবে, তাঁদের বয়স ৫০-৭৭ বছরের মধ্যে হতে হবে। আগামী ১২ মাস চলবে নমুনা সংগ্রহের কাজ। এনএইচএসের প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড জানান, এ পদ্ধতির মাধ্যমে ৭৫ শতাংশ ক্যানসার আগেই শনাক্ত করা যাবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫