‘হামাগিরে দুক্কু কি কেউ দেকপেরলায়’
উপজেলার ৫৬টি গ্রামের ৯ হাজার ৫০০ পরিবারের ৩৮ হাজার মানুষ এখন পানিবন্দী। অনেকে অবস্থায় বাছিরনের মতো সঙ্গীন। চরদলিকার জালাল শেখ (৪৫) বলেন, নদী ভাঙতে ভাঙতে একন একবারে জামালপুরের ইসলামপুর সীমানার কাছাকাছি আছে, কুনোমতে ঘর তুলে আছি। গত কয়েকদিন ধরে সেই ঘরডাও পানিতে ডুবে গেছে। হামরা একন নৌকাত চরে আছি। খাবার