Ajker Patrika

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদ প্রথম শ্রেণিতে উন্নীত করার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদ প্রথম শ্রেণিতে উন্নীত করার সুপারিশ

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদকে প্রথম শ্রেণিতে (৯ম গ্রেড) উন্নীত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে শেখ রাসেল মিনি স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করতে অসমাপ্ত কাজগুলো দ্রুত সময়ে শেষ করতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি বর্তমানে দ্বিতীয় শ্রেণিভুক্ত (১০ম গ্রেড)। অন্যদিকে উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরগুলোর বেশির ভাগের প্রধান পদটি প্রথম শ্রেণিভুক্ত। এ অবস্থায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদটি প্রথম শ্রেণিভুক্ত করার সুপারিশ করা হয়েছে। 

এদিকে সংসদীয় কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে যুব অধিদপ্তরের একই কর্মস্থলে পাঁচ বছরের বেশি কর্মরত কর্মকর্তাদের বদলি শুরু হয়েছে। এরই মধ্যে ৬২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে মঙ্গলবারের বৈঠকে জানানো হয়। এ ছাড়া অন্যদেরও বদলি চলমান রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। 

বৈঠকে জেলা ও উপজেলা পর্যায়ে খেলাধুলাকে গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ প্রকল্পগুলো আবার চালু এবং দেশের অব্যবহৃত ও তালাবদ্ধ স্টেডিয়ামগুলো দ্রুত খুলে দেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ও কমিটির সদস্য নাজমুল হাসান বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনকে উন্নত মানের সাইকেল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় সংসদীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। 

কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান,  মাহবুব আরা বেগম গিনি,  আবদুস সালাম মুর্শেদী,  জুয়েল আরেং ও জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত