Ajker Patrika

করোনায় মারা গেলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
করোনায় মারা গেলেন দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. আব্দুর রহিম (৮৫) আর জীবিত নেই। সিলেট শামসুদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেছেন।  

মৃত আব্দুর রহিম উপজেলার নরসিংপুর ইউনিয়নের লাস্তবেরগাঁও গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি করোনা পজিটিভ ছিলেন এবং দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।  

উল্লেখ্য, আব্দুর রহিম ছিলেন দোয়ারাবাজার পরিষদের প্রথম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ১৯৮৫ থেকে ৯০ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন তাঁর হাত ধরে উপজেলার ব্যাপক উন্নয়নকাজের সূচনা হয়। দোয়ারাবাজার উপজেলার প্রথম এমবিবিএস ডাক্তার তিনি। ছাত্রজীবনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতের ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও শরণার্থীশিবিরের চিকিৎসকের দায়িত্ব পালন করেন ডা. আব্দুর রহিম।

দেশ স্বাধীন হওয়ার পর তিনি ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সর্বশেষ ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ৩১০৪৮ ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত