বিদেশে স্নাতক পড়তে চাইলে
বর্তমান সময়ে কমবেশি প্রায় সবারই জিপিএ ভালো থাকে। ধরুন, আপনি জিপিএ-৫ পেলেন, আপনার বন্ধুও পেল। এখানে ভর্তি কমিটি কীভাবে বুঝবে, আপনাদের মধ্যে কে এগিয়ে? তাঁরা তখন দেখবে সহশিক্ষা কার্যক্রমে কে এগিয়ে। অনেককে দেখা যায়, শেষ মুহূর্তে ইসিএ করেন। পরামর্শ হলো, আগে থেকেই ইসিএ করা শুরু করুন।