ঈদের তালিকায় আরও এক সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’
দিন যত ঘনিয়ে আসছে, ঈদের সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে ঈদে মুক্তির তালিকায় নাম এসেছে চারটি সিনেমার। এবার সেই তালিকায় যুক্ত হলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।