দিন যত ঘনিয়ে আসছে, ঈদের সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে ঈদে মুক্তির তালিকায় নাম এসেছে চারটি সিনেমার। এবার সেই তালিকায় যুক্ত হলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।
সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক সোলায়মান আলী লেবু বলেন, ‘গত বছরের ঈদে মুক্তির কথা থাকলেও সেন্সরসহ বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার আমরা আসছি। ৩১ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমা দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। সিনেমার বিজ্ঞ মানুষেরা প্রশংসা করলে খুব ভালো লাগা কাজ করে। মনে হয় কষ্ট সার্থক হয়েছে। হল বুকিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ২০টির মতো হলের সঙ্গে চুক্তি হয়েছে।
হলের মালিকদের আগ্রহ দেখে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে।’
নিজের প্রত্যাশা জানিয়ে নায়ক জয় বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের সবার অনেক প্রত্যাশা। একটি ভালো সিনেমা নির্মাণের লক্ষ্যে পরিচালক-প্রযোজক কোনো বিষয়েই ছাড় দেননি। আমরা ৬৫ দিন শুটিং করেছি। বর্তমান প্রেক্ষাপটে এমনটা সহজে দেখা যায় না।
সব মিলিয়ে প্রেম প্রীতির বন্ধন সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা। দর্শক ঈদের সময় যে ধরনের সিনেমা উপভোগ করতে চান, ঠিক সে রকম। পুরোটা সময় দর্শক উপভোগ করবেন। অপু বিশ্বাস ও আমার জুটি দর্শকের কাছে ভালো লাগবে আশা করছি।’
জয়-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, জাদু আজাদ প্রমুখ।
এদিকে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রেম প্রীতির বন্ধনসহ ঈদে মুক্তির ঘোষণা দেওয়া অন্য চারটি সিনেমা হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘পাপ’, ‘জ্বীন’ ও ‘আদিম’। এগুলোর মধ্যে শাকিব খান-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি শতাধিক হলে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক। এখানেই শেষ নয়, ঈদে মুক্তির তালিকায় শোনা যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’সহ আরও বেশ কিছু সিনেমার নাম।
এক ঈদে এত সিনেমা মুক্তির খবর আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য সুখবর। তবে ব্যবসায়িক অনিশ্চয়তাও আছে। এত সিনেমা একসঙ্গে মুক্তি দিলে কোনো সিনেমারই ভালো ব্যবসা হয় না। তার ওপর রয়েছে হল-সংকট। শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, সেটিই দেখার বিষয়।
দিন যত ঘনিয়ে আসছে, ঈদের সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে ঈদে মুক্তির তালিকায় নাম এসেছে চারটি সিনেমার। এবার সেই তালিকায় যুক্ত হলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।
সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক সোলায়মান আলী লেবু বলেন, ‘গত বছরের ঈদে মুক্তির কথা থাকলেও সেন্সরসহ বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার আমরা আসছি। ৩১ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমা দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। সিনেমার বিজ্ঞ মানুষেরা প্রশংসা করলে খুব ভালো লাগা কাজ করে। মনে হয় কষ্ট সার্থক হয়েছে। হল বুকিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ২০টির মতো হলের সঙ্গে চুক্তি হয়েছে।
হলের মালিকদের আগ্রহ দেখে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে।’
নিজের প্রত্যাশা জানিয়ে নায়ক জয় বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের সবার অনেক প্রত্যাশা। একটি ভালো সিনেমা নির্মাণের লক্ষ্যে পরিচালক-প্রযোজক কোনো বিষয়েই ছাড় দেননি। আমরা ৬৫ দিন শুটিং করেছি। বর্তমান প্রেক্ষাপটে এমনটা সহজে দেখা যায় না।
সব মিলিয়ে প্রেম প্রীতির বন্ধন সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা। দর্শক ঈদের সময় যে ধরনের সিনেমা উপভোগ করতে চান, ঠিক সে রকম। পুরোটা সময় দর্শক উপভোগ করবেন। অপু বিশ্বাস ও আমার জুটি দর্শকের কাছে ভালো লাগবে আশা করছি।’
জয়-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, জাদু আজাদ প্রমুখ।
এদিকে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রেম প্রীতির বন্ধনসহ ঈদে মুক্তির ঘোষণা দেওয়া অন্য চারটি সিনেমা হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘পাপ’, ‘জ্বীন’ ও ‘আদিম’। এগুলোর মধ্যে শাকিব খান-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি শতাধিক হলে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক। এখানেই শেষ নয়, ঈদে মুক্তির তালিকায় শোনা যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’সহ আরও বেশ কিছু সিনেমার নাম।
এক ঈদে এত সিনেমা মুক্তির খবর আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য সুখবর। তবে ব্যবসায়িক অনিশ্চয়তাও আছে। এত সিনেমা একসঙ্গে মুক্তি দিলে কোনো সিনেমারই ভালো ব্যবসা হয় না। তার ওপর রয়েছে হল-সংকট। শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, সেটিই দেখার বিষয়।
অভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
২ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি করে দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে। যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
৩ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
৭ ঘণ্টা আগেহলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর স্বত্ব কিনেছিলেন দীপিকা পাড়ুকোন। ২০২১ সালে সিনেমাটির হিন্দি রিমেকের ঘোষণা দেন অভিনেত্রী। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান কা প্রোডাকশনস থেকে সিনেমাটি তৈরির কথা ছিল। তবে নানা কারণে পিছিয়েছে কাজ। দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দ্য ইন্টার্নের হিন্দি রিমেকের শুটিং...
৭ ঘণ্টা আগে