Ajker Patrika

ঈদের তালিকায় আরও এক সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’

ঈদের তালিকায় আরও এক সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’

দিন যত ঘনিয়ে আসছে, ঈদের সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে ঈদে মুক্তির তালিকায় নাম এসেছে চারটি সিনেমার। এবার সেই তালিকায় যুক্ত হলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।

সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক সোলায়মান আলী লেবু বলেন, ‘গত বছরের ঈদে মুক্তির কথা থাকলেও সেন্সরসহ বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার আমরা আসছি। ৩১ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমা দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। সিনেমার বিজ্ঞ মানুষেরা প্রশংসা করলে খুব ভালো লাগা কাজ করে। মনে হয় কষ্ট সার্থক হয়েছে। হল বুকিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ২০টির মতো হলের সঙ্গে চুক্তি হয়েছে।

হলের মালিকদের আগ্রহ দেখে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে।’

নিজের প্রত্যাশা জানিয়ে নায়ক জয় বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের সবার অনেক প্রত্যাশা। একটি ভালো সিনেমা নির্মাণের লক্ষ্যে পরিচালক-প্রযোজক কোনো বিষয়েই ছাড় দেননি। আমরা ৬৫ দিন শুটিং করেছি। বর্তমান প্রেক্ষাপটে এমনটা সহজে দেখা যায় না।

সব মিলিয়ে প্রেম প্রীতির বন্ধন সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা। দর্শক ঈদের সময় যে ধরনের সিনেমা উপভোগ করতে চান, ঠিক সে রকম। পুরোটা সময় দর্শক উপভোগ করবেন। অপু বিশ্বাস ও আমার জুটি দর্শকের কাছে ভালো লাগবে আশা করছি।’

জয়-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, জাদু আজাদ প্রমুখ।

এদিকে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

প্রেম প্রীতির বন্ধনসহ ঈদে মুক্তির ঘোষণা দেওয়া অন্য চারটি সিনেমা হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘পাপ’, ‘জ্বীন’ ও ‘আদিম’। এগুলোর মধ্যে শাকিব খান-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি শতাধিক হলে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক। এখানেই শেষ নয়, ঈদে মুক্তির তালিকায় শোনা যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’সহ আরও বেশ কিছু সিনেমার নাম।

এক ঈদে এত সিনেমা মুক্তির খবর আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য সুখবর। তবে ব্যবসায়িক অনিশ্চয়তাও আছে। এত সিনেমা একসঙ্গে মুক্তি দিলে কোনো সিনেমারই ভালো ব্যবসা হয় না। তার ওপর রয়েছে হল-সংকট। শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, সেটিই দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত