Ajker Patrika

ঈদের পরে খেলার চ্যালেঞ্জ দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২৩, ২৩: ৩৩
ঈদের পরে খেলার চ্যালেঞ্জ দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিক শামীম ওসমান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন একই আসনে বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের প্রতি। ঈদের পরে নারায়ণগঞ্জে অবস্থান নিয়ে খেলার চ্যালেঞ্জ দিয়েছেন তিনি।

আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জে বিএনপির অনেক নেতা আছেন। আমাদের অনেককে হত্যা করা হয়েছে। আমরা প্রতিশোধ নেইনি। তিনি বললেন (গিয়াস উদ্দিন) আওয়ামী লীগে ভালো গ্রুপ ও খারাপ গ্রুপ আছে। আওয়ামী লীগের ভালো গ্রুপ নাকি চায় এই সরকার আর ক্ষমতায় না আসে। উনি আমাদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করতে চান। যদি তার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকে, যদি কাপুরুষ না হন, তাহলে বলবেন আওয়ামী লীগের কোন গ্রুপের সদস্যরা চায় না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক।’

এমপি শামীম ওসমান বলেন, ‘গিয়াসউদ্দিন সাহেব আমার বড় ভাই। সম্পর্কে আমার মামাশ্বশুর হন। তিনি অনেক কিছু করেছেন নারায়ণগঞ্জে। আমাদের দশ বারোজনকে হত্যা করেছেন। বিএনপির নেতা তৈমূর ভাইয়ের ছোট ভাই সাব্বিরকে নিষিদ্ধপল্লীর ছেলেদের দিয়ে হত্যা করিয়েছিলেন। সেই লোক তিনি। মিশনপাড়া এলাকার ডেভিডকেও হত্যা করিয়েছিলেন, কারণ তার কন্ট্রোলে ছিল না। নারায়ণগঞ্জের সাংবাদিক ভাইয়েরা আবার ডেঞ্জারাস। তারা বলল, উনি গত ১২ বছর চুপচাপ ছিলেন। যদিও সে আমার মুরুব্বি, কামেল মানুষ। কিছুদিন আগে আমার উদ্দেশে বলেছেন—আমরা কাউকে ভয় পাই না। রক্তচক্ষু দেখাবেন না, ভয় পাই।’

গত শুক্রবার (১৮ মার্চ) নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে আয়োজিত এক অনুষ্ঠানে নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী বক্তব্য দেওয়ার একপর্যায়ে বলেন, ‘আপনারও আমি বারোটা বাজিয়ে দিতে পারি। কিন্তু এই বিশৃঙ্খলা শহরে আমি চাই না।’

এই বক্তব্যকে ইঙ্গিত করে আইভীর সঙ্গে গিয়াস উদ্দিনকে জড়িয়ে শামীম ওসমান বলেন, ‘দশ বছর কোনো খবর ছিল না। মাঠে নেমে নারায়ণগঞ্জের মাঠকে অস্থিতিশীল করছেন। উচ্ছৃঙ্খল স্লোগান দেওয়াচ্ছেন। জাতির জনকের কন্যাকে নিয়ে স্লোগান দিচ্ছেন, আওয়ামী লীগকে অ্যাটাক করে বক্তব্য দিচ্ছেন, দেন। আমাকে গালি দিচ্ছেন। এগুলা কোনো ব্যাপারই না। প্রবলেম হচ্ছে তাঁর সঙ্গে সুর মিলিয়ে অনেকে কথা বলছেন। কেউ বলছেন আমার বারোটা বাজাবেন। ভাইরে, আমি শান্ত হয়ে গেছি। আমি কারও সঙ্গে লড়াই করতে রাজি না। আপনাদের ভয় পাই। আপনাদের যখন লাড্ডুর মতো গোল গোল চোখ যখন নাচায় নাচায় কথা বলেন, আমার ভেতরে কেমন জানি ভয় ভয় লাগে! কোন দিন জানি কী কইরা ফালান! তবে তোলারামে আসলে, মাটির গন্ধে শরীর একটু গরম হয়। সামনে রোজার মাস আসছে একটু সংযমী হই।’

শামীম ওসমান আরও বলেন, ‘সামনে রোজার পর ঈদ, একটু আনন্দ করি। রোজা আর ঈদটা যাক। যারা হুমকি দিচ্ছেন আমাদের, যদি খেলতে চান তাহলে এখানে বসে সিদ্ধান্ত নিয়েছি, ঈদের পর নারায়ণগঞ্জেই থাকব। কখন খেলবেন, কয়টা বাজে খেলবেন? আমরা খেলব আপনাদের সঙ্গে।’

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত