ঈদের সিনেমার ব্যবসায় সন্তুষ্টি
ঈদে এবার রেকর্ডসংখ্যক (৮টি) সিনেমা মুক্তি পাওয়ায় সবার শঙ্কা ছিল, কোনো সিনেমা ঠিকমতো ব্যবসা করতে পারবে কি না! তবে স্বস্তির খবর হলো, সে শঙ্কা অতটা সত্যি হয়নি। ঈদের দুই সপ্তাহের মাথায় এসে দেখা যাচ্ছে, অন্যবারের তুলনায় এবার বেশিসংখ্যক দর্শক এসেছেন হলে।