
ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের মামলায় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া আগাম জামিন চেয়ে আবেদন করেছেন। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁরা পৃথকভাবে এই আবেদন করেন।

দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এক গ্রাহকের করা প্রতারণার মামলায় গ্রেপ্তার হতে পারেন অভিনয়শিল্পী তাহসান রহমান খান, রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়া।

ধানমন্ডি থানায় মামলার কপি এসেছে। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে তথ্য প্রমাণ পেলে যে কেউ গ্রেপ্তার হতে পারেন।’ তদন্তের বিষয়ে তিনি জানান, ‘আমরা তদন্ত করছি। তদন্তে অগ্রগতি রয়েছে

এক সময়ে আলোচিত দম্পতি তাহসান ও মিথিলাসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থআত্মসাতের অভিযোগে মামলা করেছেন ইভ্যালির এক গ্রাহক। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে।