ইভ্যালির লকার ভেঙে মিলেছে শতাধিক চেক বই
পাসওয়ার্ড না থাকায় ভাঙা হয়েছে ইভ্যালির লকার। তাতে টাকা,পয়সা, দামি স্বর্ণালংকার কিছুই পাওয়া যায়নি, তবে মিলেছে বিভিন্ন ব্যাংকের শতাধিক চেক বই। আজ সোমবার বেলা তিনটা ১৫ মিনিটের সময় ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায়, লকার মিস্ত্রির সহায়তায় লকারটি ভাঙা শুরু হয়। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় ভাঙা