কোনটা জরুরি, ইভিএম না নির্বাচনের সুষ্ঠু পরিবেশ?
লেখার মতো একাধিক বিষয় আছে। একবার ভেবেছিলাম, পদ্মা সেতু উদ্বোধন-পরবর্তী উন্মাদনা নিয়ে কিছু লিখি। আবার মনে হলো, না, শিক্ষকদের হেনস্তা করা নিয়ে কড়া ভাষায় লেখাই উত্তম হবে। লিখতে বসে মনে হলো, আরে শিক্ষা তো আমার ক্ষেত্র নয়।