চ্যাটজিপিটি মানুষের বিকল্প নাকি সহায়ক
চ্যাটজিপিটি আসলে কী করছে? সহজ কথায়—এই চ্যাটবটের সঙ্গে আমরা যেকোনো আলাপ চালিয়ে যেতে পারি। সে কোটি কোটি তথ্য নিয়ে বসে থাকা এক জ্ঞানী বৃদ্ধের মতো! তার কাছে সব বিষয় সম্পর্কিত তথ্য আছে। উইকিপিডিয়া, ব্লগ পোস্ট, বই এবং একাডেমিক নিবন্ধগুলোর সব তথ্যই তার কাছে আছে। তাকে প্রশ্ন করলে উত্তর দেয় জ্ঞানী মানুষের মত