প্রযুক্তি ডেস্ক
স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দুটি ফিচার এনেছে গুগল ক্রোম। দুটি ফিচার হলো- ‘পার্শিয়াল কাস্টম ট্যাব’ এবং ‘অটো-ফিলিং পাসওয়ার্ড’। গুগল আশা করছে, ফিচার দুটি ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং আরো সহজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, পার্শিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ব্রাউজারের ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। ব্যবহারকারী কোনো আর্টিকেলের লিংকে ক্লিক করে অর্ধেক স্ক্রিনে সেটি দেখতে পারবেন।
গুগল জানিয়েছে, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর। গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারীবান্ধব করা। পার্শিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হবে।’
সম্প্রতি, ক্রোমের জন্য নতুন এক নিরাপত্তা ফিচার নিয়ে আসে গুগল। এই ফিচারের নাম ‘লক ইনকগনিটো’। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রোমের ‘ইনকগনিটো মোড’ লক করে রাখার সুযোগ পাবেন। যা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খোলা যাবে। ফলে, অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্রাউজারের ইনকগনিটো মোডে প্রবেশ করে ব্যবহারকারী কি খোঁজ করছেন তা দেখতে পাবেন না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমের এই ফিচারটি বেশ কিছু সময় ধরে থাকলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণেও চালু হলো এটি। ব্যবহারকারী ‘ইনকগনিটো’ ট্যাব বদলে অন্য কোনো ট্যাবে গেলে পুনরায় ফিরে আসার সময় ক্রোম ব্রাউজারে পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে হবে।
এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা তিন-ডটের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর, সেটিংয়ে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যাওয়ার পর তিনি ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ নামের অপশন দেখতে পাবেন। এটি চালু করলেই ব্রাউজারে ফিচারটি চালু হয়ে যাবে।
এর আগে, নতুন বছর থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হওয়ার ঘোষণা দেয় গুগল। যেসব ব্যবহারকারীর কাছে এখনো এই তিন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ রয়েছে, তাঁরা গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেডের পরামর্শ দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দুটি ফিচার এনেছে গুগল ক্রোম। দুটি ফিচার হলো- ‘পার্শিয়াল কাস্টম ট্যাব’ এবং ‘অটো-ফিলিং পাসওয়ার্ড’। গুগল আশা করছে, ফিচার দুটি ব্যবহারকারীদের ইন্টারনেট ব্রাউজিং আরো সহজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমসের প্রতিবেদন অনুযায়ী, পার্শিয়াল কাস্টম ট্যাবের মাধ্যমে ডেভেলপাররা প্রাথমিক ভাবে ব্রাউজারের ট্যাবের ওপর আরও নিয়ন্ত্রণ পাবে। ব্যবহারকারী কোনো আর্টিকেলের লিংকে ক্লিক করে অর্ধেক স্ক্রিনে সেটি দেখতে পারবেন।
গুগল জানিয়েছে, ক্রোম কাস্টম ট্যাবগুলো ওয়েবভিউয়ের চেয়েও বেশি কার্যকর। গুগলের এই নতুন ফিচারের লক্ষ্য হলো মোবাইল ডিভাইসগুলোতে ইন-অ্যাপ ব্রাউজিংয়ের সুবিধা আরও নির্বিঘ্ন এবং ব্যবহারকারীবান্ধব করা। পার্শিয়াল কাস্টম ট্যাব এবং অটো-ফিলিং পাসওয়ার্ড ফিচার ডেভেলপারদের জন্য অনেক কার্যকরী হবে।’
সম্প্রতি, ক্রোমের জন্য নতুন এক নিরাপত্তা ফিচার নিয়ে আসে গুগল। এই ফিচারের নাম ‘লক ইনকগনিটো’। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্রোমের ‘ইনকগনিটো মোড’ লক করে রাখার সুযোগ পাবেন। যা পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই খোলা যাবে। ফলে, অন্য কেউ ফোনটি হাতে পেলেও ব্রাউজারের ইনকগনিটো মোডে প্রবেশ করে ব্যবহারকারী কি খোঁজ করছেন তা দেখতে পাবেন না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোমের এই ফিচারটি বেশ কিছু সময় ধরে থাকলেও এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সংস্করণেও চালু হলো এটি। ব্যবহারকারী ‘ইনকগনিটো’ ট্যাব বদলে অন্য কোনো ট্যাবে গেলে পুনরায় ফিরে আসার সময় ক্রোম ব্রাউজারে পাসকোড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে হবে।
এই ফিচার চালু করতে হলে ব্যবহারকারীকে প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা তিন-ডটের মেনুতে ট্যাপ করতে হবে। এরপর, সেটিংয়ে ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ অপশনে যাওয়ার পর তিনি ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ নামের অপশন দেখতে পাবেন। এটি চালু করলেই ব্রাউজারে ফিচারটি চালু হয়ে যাবে।
এর আগে, নতুন বছর থেকে উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ / ৮.১ অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপগুলোতে ক্রোমের হালনাগাদ সংস্করণ সমর্থন বন্ধ হওয়ার ঘোষণা দেয় গুগল। যেসব ব্যবহারকারীর কাছে এখনো এই তিন অপারেটিং সিস্টেম চালিত ল্যাপটপ রয়েছে, তাঁরা গুগল ক্রোমের নতুন সংস্করণ ব্যবহার করতে চাইলে উইন্ডোজ আপগ্রেডের পরামর্শ দেয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
দীর্ঘ সময়ের মহাকাশ অভিযানে অনেক সমস্যার মুখে পড়তে হয় নভোচারীদের। তার মধ্যে সবচেয়ে বড় একটি সমস্যা হলো, পৃথিবীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা যায় না। যেমন—মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে একবার বার্তা পাঠাতে বা পেতে সময় লাগতে পারে প্রায় ৪৫ মিনিট। এমন পরিস্থিতিতে হঠাৎ কেউ অসুস্থ হলে পৃথিবীর চিকিৎসকের সঙ্গে দ্রুত
১ ঘণ্টা আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের মালিকানাধীন গুগলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে অ্যান্টিট্রাস্ট মামলা দায়ের করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা ও ভোক্তা কমিশন (এসিসিসি)। অভিযোগে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার টেলিকম অপারেটর টেলস্ট্রা এবং সিঙ্গাপুর টেলিকমিউনিকেশনসের মালিকানাধীন অপটাসের সঙ্গে...
২ ঘণ্টা আগেআয় করার মাধ্যম হিসেবে টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন অনেকেই। বড় তারকা না হলেও টিকটকে আয় করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে ও সঠিক পরিকল্পনা থাকলে সাধারণ কনটেন্ট ক্রিয়েটরও প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন—তাও কোনো পণ্য বানানো বা বিক্রি না করেই!
৩ ঘণ্টা আগেফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১৯ ঘণ্টা আগে